You Are Here: Home»ভিন্ন খবর»ধোবাউড়ায় নিজের বাল্য বিবাহ ঠেকিয়ে দেওয়ায় স্কুলছাত্রীকে সংবর্ধনা
ধোবাউড়ায় নিজের বাল্য বিবাহ ঠেকিয়ে দেওয়ায় স্কুলছাত্রীকে সংবর্ধনা
মজিবুল কাইয়ুম,ধোবাউড়া(ময়মনসিংহ) থেকে ঃ
ধোবাউড়ায় নিজের বাল্য বিবাহ ঠেকিয়ে দেওয়ায় স্কুল ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে ধোবাউড়া বিন্দু বাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে ঐ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফৌজিয়া আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আশিষ হোড় এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলম পিপিএম,ইউপি চেয়ারম্যান এরশাদুল হক,প্রধান শিক্ষক প্রিয়তোষ বিশ্বাস বাবুল,হিন্দু,বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আনন্দ চন্দ্র বিশ্বাস প্রমূখ।উল্লেখ্য যে, ফৌজিয়ার পরিবার তাকে বিবাহ দেওয়ার প্রস্তুতি নিলে সে তার নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহায়তা নিয়ে বিয়ে ঠেকিয়ে দেয়। লেখাপড়ার আগ্রহ ও বিয়ে ঠেকিয়ে সাহসী ভূমিকা নেওয়ায় নবম শ্রেণির ছাত্রী ফৌজিয়া আক্তারের লেখাপড়ার সকল খরচের দায়িত্ব নিয়েছেন সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক।