Facebook
বিনোদন সংবাদ : বিরাট কোহলির সঙ্গে সদ্য সদ্য বিয়ে হয়েছে তাঁর। সাতপাকে বাঁধা পড়ার পর এখন অপেক্ষা বিরুশকার গ্র্যান্ড রিসেপশনের। বিয়ে মিটতেই ভারতের এই ‘পাওয়ার কাপল’ ইতিমধ্যে অভিনন্দনের বন্যায় ভেসে গিয়েছেন। করণ জহর থেকে কাজল কিংবা শাহরুখ কেউ বাদ যাননি বিরুশকাকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে। এমনকী, অনুশকার এক্স বয়ফ্রেন্ড রণবীর সিং-ও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিরাটের আগে রণবীর সিং-এর সঙ্গেই ডেট করতেন অনুশকা। ‘ব্যান্ড বাজা বরাত’-এর সময়ে ওই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু, রণবীর সিং-এরও আগে অনুশকার জীবনে কে ছিলেন জানেন?
রিপোর্টে প্রকাশ, রণবীর সিং-এর আগে জোয়েব ইউসুফ নামে এক মডেলের সঙ্গে সম্পর্ক ছিল অনুশকার। ক্যারিয়ার শুরুর দিকেই এই সম্পর্কের শুরু। তাঁদের দু’জনকে একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। বেঙ্গালুরু থেকে মুম্বইতে আসার পর ইউসুফের সঙ্গে নাকি ‘লিভ ইন’ও শুরু করেন অনুশকা শর্মা। ২ বছর তাঁরা একসঙ্গে থাকেন। এরপর ‘রব নে বানাদি জড়ি’-তে শাহরুখের বিপরীতে বলিউডে ডেবিউ করেন অনুশকা শর্মা। তখন থেকেই হু হু করে চড়তে শুরু করে অনুশকা শর্মার ক্যারিয়ারের গ্রাফ।
এরপর ‘ব্যান্ড বাজা বরাত’-এর সময় রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কে জড়ান অনুশকা শর্মা। সেই সম্পর্কেও ছেদ পড়ে। এরপর বিরাট আসেন তাঁর জীবনে। রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কে জড়ান বলিউড ডিভা দীপিকা পাডুকনও। কিন্তু কালের প্রবাহে ক্রমশ রূপালী পর্দা থেকে হারিয়ে গিয়েছেন জোয়েব ইউসুফ।
বিনোদন সংবাদ : ডিসেম্বরে মাস আসতে না আসতেই মুক্তি পেয়েছে দুই ছবি। অপেক্ষায় আছে আরো কয়েকটি। যার মধ্যে রয়েছে মালেক আফসারী নির্মিত ‘অন্তর জ্বালা’। ছবিটি শুরু থেকেই বেশ আলোচনায় ছিল। যার কয়েকটি কারণের মধ্যে রয়েছে অনেকদিন পর পর্দায় মালেক আফসারীর চলচ্চিত্র।
অন্যদিকে জায়েদ খানের নতুন লুকও বেশ আলোচনায়। পাশাপাশি পরীমনি তো রয়েছেই। এরইমধ্যে ছবিটির ট্রেলর প্রশংসিত হয়েছে। ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মালেক আফসারি পরিচালিত ছবি ‘অন্তর জ্বালা’। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরীমনি বলেন, ‘এই ছবিটি নিয়ে ছবির সংশ্লিষ্টসহ দর্শকরাও বেশ আশাবাদী। ছবিটি মুক্তির আগেই দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। ছবির গল্পের পাশাপাশি গানের বিষয়ে আমি মুগ্ধ। আর মালেক আফসারীর ছবিতে কাজ করাটা আমার ক্যারিয়ারের অনেক বড় একটি সুযোগ। এটি আমার ভাগ্য বলবো। সবাই অনুরোধ করবো হলে এসে ছবিটি দেখবেন। আমাদের বাংলা ছবি দেখুন। ভালো বা খারাপ প্রতিক্রিয়া দিন। কারণ সমালোচনা ছাড়া কাজের ভুলগুলো বের করা সম্ভব নয়। আর আমি সবসময় ভালো ভালো বাংলা ছবি নিয়ে আপনাদের সামনে আসতে চাই।’
বিনোদন সংবাদ : উড়ন্ত বিমানে শ্লীলতাহানির শিকার হয়েছেন ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’খ্যাত নায়িকা জায়রা ওয়াসিম। সম্প্রতি দিল্লি থেকে মুম্বাই যাওয়ার বিমানে তার শ্লীলতাহানি করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন জায়রা। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
জায়রা জানিয়েছেন, দিল্লি থেকে মুম্বই যাচ্ছিলেন তিনি। বিমান ছাড়ার কিছু পর থেকেই অসভ্যতা শুরু করে দেন ওই ব্যক্তি। তার অভিযোগ, প্রথমে সিটের পাশে হাত রাখার জায়গায় নিজের পা তুলে দেন অভিযুক্ত। প্রতিবাদ করায় তিনি বলেন, বিমানযাত্রার ধকলে তিনি ক্লান্ত, তাই বিশ্রাম নেওয়ার জন্য সেখানে পা তুলে রেখেছেন।
জায়রা আরো জানিয়েছেন, কিছু পর বিমান কেবিনের লাইট ডিম হতেই ঘুমিয়ে পড়েন তিনি। ঘুমের মধ্যেই সে টের পায় তার ঘাড় ও পিঠে আপত্তিকর ভাবে পা দিচ্ছেন ওই ব্যক্তি। তার অভিযোগ, প্রতিবাদ করেও কোনও ফল পাওয়া যায়নি। এমনকি, বিমানে থাকা কেবিন ক্রু’রাও তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি বলে অভিযোগ ১৭ বছর বয়সী কিশোরী অভিনেত্রীর।
জায়রা বলেন, আলো কম থাকার কারণে ঘটনার ছবি তুলতে গিয়েও পারেননি তিনি।
মাঝরাতে বিধ্বস্ত অবস্থায় মুম্বই বিমানবন্দরে নামার পরই কান্নায় ভেঙে পড়েন জায়রা। গোটা বিষয়টি জানিয়ে ইনস্টাগ্রামের একটি ভিডিও পোস্ট করেন তিনি। তিনি প্রশ্ন রাখেন- ‘এভাবে আপনারা মহিলাদের সুরক্ষা দেন?’
ইতিমধ্যেই ঘটনার কথা সংশ্লিষ্ট বেসরকারি বিমান পরিষেবা সংস্থাকে জানিয়েছেন জায়রা। বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তারা অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছেন।
এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর আলোড়ন শুরু হয়েছে বিভিন্ন মহলে। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বলিমহল।
বিনোদন সংবাদ : ঢালিউড সুপারস্টার শাকিব খান ইদানিং উঠতি নায়িকাদের প্রতি ঝুঁকেছেন। চলচ্চিত্রে প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর সব নবাগতারা শাকিবকে ঘিরেই নিজেদের ভবিষ্যত সাজাতে চান। আর ঢালিউডে বর্তমানের সেরা নায়কও নবীনদের পাশেই রয়েছেন।
সেই নতুনদের তালিকায় নতুন নাম মডেল রাহা তানহা খান। শাকিবের সঙ্গে জুটি বেঁধে নতুন চমক নিয়ে তিনি হাজির হচ্ছেন বড়পর্দায়।
জানা গেছে, ‘কেউ কথা রাখে না’ নামের একটি ছবিতে আগেই চুক্তিবদ্ধ ছিলেন শাকিব খান। তখন নায়িকার নাম জানানো হয়নি। সোমবার (১০ সেপ্টেম্বর) রাহাকে এই ছবিতে চুক্তিবদ্ধ করানো হয়েছে। জাগো নিউজকে রাহা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেউ কথা রাখে না ছবিতে আমি শাকিব ভাইয়ের বিপরীতে অভিনয় করবো। আর কোনো নায়িকা নেই এখানে। মৌসুমী আপা আছেন, কিন্তু তার সঙ্গে থাকবেন ওমর সানি ভাইয়া। শাকিব খানের বিপরীতে একক নায়িকা হিসেবে এই সুযোগ আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে বলে মনে করছি।
এই ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘আমি নেতা হবো ছবিটি নির্মাণাধীন। রাহা তার ছবি নিয়ে বলেন, ‘শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম ভাই আমার সঙ্গে কিছুদিন ধরে যোগাযোগের চেষ্টা করছিলেন। আমি ঈদের আগের ঢাকার বাইরে থাকায় দেখা করতে পারিনি। এরপর সবকিছু আলাপ করে পছন্দ হওয়ায় ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি।আরো বলেন, ছবির গল্প এবং নিজের চরিত্র আমি জেনেছি। ওসব এখন কিছু বলতে চাই না। বলতে পারেন, ওগুলো চমক হিসেবে রেখেছি।
‘কেউ কথা রাখে না’ ছবিটি নির্মাণ করবেন উত্তম আকাশ। এই ছবির গল্প ও চিত্রনাট্যও তারই লেখা। তিনি জানান, শাকিব খান এখন লন্ডনে ‘চালবাজ’ ছবির শুটিং করছেন। আগামী ২৪ তারিখের পর দেশে ফিরলেই তার শিডিউল নিয়ে ছবির শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হবে। আমার বিশ্বাস রাহার সঙ্গে শাকিবের জুটি দর্শক পছন্দ করবেন।’
রাহা মডেলিংয়ে পরিচিত মুখ। বেশকিছু নাটক-মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এছাড়া বড়পর্দায় সাইক্লোন এবং আসলে কেউ সুখি নয় নামের দুই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলতি বছরে আরো তিনটি নতুন ছবির খবর দেবেন বলে জানালেন রাহা।
বিনোদন সংবাদ : চলচ্চিত্র শিল্পী সমিতিতে অমর নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ (বুধবার) বাদ আসর শিল্পী সমিতিতে সালমান শাহের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ, সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শান আরাফসহ চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের অনেক সদস্য।
অনুষ্ঠানে সালমান শাহের ২১তম মৃতুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করা হয়। তার কর্মময় জীবন নিয়ে আলোচনাও করা হয়।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। রহস্যজনক মৃত্যু তাকে অমরত্ব দিয়েছে বলেই ধারণা চলচ্চিত্রের মানুষদের। ২১ বছর পেরিয়ে গেলেও কাটেনি সালমান মৃত্যুর রহস্য। খুন নাকি আত্মহত্যা এ প্রশ্নে কেবল দ্বিধাই বেড়েছে এতদিনে। তবে পৃথিবীর ওপারে চলে যাওয়া স্বপ্নের নায়ক সালমান শাহকে ভালোবাসতে, শ্রদ্ধাঞ্জলি দিতে কোনো দ্বিধা নেই চলচ্চিত্রপ্রেমীদের।
বিনোদন সংবাদ : বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে করণ জোহরের দোস্তির গল্প ভুবনময়। তারা একে অপরকে যেমন পছন্দ করেন, শ্রদ্ধাও করেন তেমনি। একজন বলিউডের পর্দায় রোমান্স কিং আর অন্যজন পেছনে। তাদের জুটির ছবি কালজয় হয়ে আছে।
এবার এক বন্ধুর হাত ধরে আরেক বন্ধুর কন্যা বলিউডে পা রাখছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। শোনা যাচ্ছে পরিচালক করণ জোহরের প্রযোজনা ও পরিচালনার ছবিতে কাজ করতে যাচ্ছেন শাহরুখের মেয়ে সুহানা।
ডিএনএ-র খবর অনুযায়ী, সম্প্রতি করণ জোহরের অফিসে যখন সুহানা গিয়েছিলেন, সেখানে প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট ছিলেন। আলাদা করে সুহানার ফটোশুট হয়েছে। সুহানা নাকি ক্যামেরার সামনে ভালভাবেই পারফর্ম করেছেন।
শাহরুখের পরিবারের দীর্ঘ দিনের বন্ধু করণ। তাই কিং খানের পরের জেনরেশনের অভিষেক করণের হাত ধরে হতেই পারে। কিন্তু শাহরুখ নিজে ছেলে-মেয়ের পড়াশোনাকে খুব গুরুত্ব দেন। আরিয়ানের বিষয়ে যত বার জল্পনা তৈরি হয়েছে, ততবারই শাহরুখ ছেলের পড়াশোনার বিষয়ে ফোকাস করতে বলেছেন।
তবে সুহানার বলিউডে এন্ট্রি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি শাহরুখ বা করণ।
বিনোদন সংবাদ : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত গায়ক আব্দুল জব্বার আর নেই।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত দেশবরেণ্য এই সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে আব্দুল জব্বার স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন আবদুল জব্বার। ১৯৫৮ সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে গান গাওয়া শুরু করেন। ১৯৬২ সালে চলচ্চিত্রের জন্য প্রথম গান করেন। ১৯৬৪ সাল থেকে তিনি বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান।
১৯৬৪ সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র ‘সংগম’-এর গানে কণ্ঠ দেন।
কিংবদন্তি এই কণ্ঠশিল্পী ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা জোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক। তাঁর গাওয়া ‘তুমি কী দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয়’ গান তিনটি ২০০৬ সালে মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছে।
এছাড়া মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পক্ষে জনমত তৈরিতে কাজ করেন। তখন গণসংগীত গেয়ে পাওয়া ১২ লাখ রুপি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন তিনি।
প্রখ্যাত এই শিল্পী বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার ছাড়াও বঙ্গবন্ধু স্বর্ণপদক, বাচসাস পুরস্কার পান।
বিনোদন সংবাদ : গানের শিরোনাম ‘বরবাদ’। আসন্ন ঈদ উপলক্ষে দর্শক শ্রোতাদের বাড়তি চমক দিতেই প্রকাশ করা হচ্ছে গানটির মিউজিক ভিডিও। গানের সঙ্গে অসাধারণ রোমান্স কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের আনন্দে মোহিত করে রাখবে।
এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী কনা ও কিশোরের কণ্ঠে গাওয়া এ গানটির ভিডিও তৈরি করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন উঠতি দুই মডেল তন্ময় ও এসকে তিশা। গানটির গীতিকার, সুরকার ও মিউজিক আয়োজনে ছিলেন কিশোর নিজেই।
গানটি প্রসঙ্গে কিশোর বলেন, ‘গানটি যখন সুর করি তখনই মনে হয়েছিল ভালো কিছু হবে। এ ভালো কিছু হবে থেকেই গানটির ভিডিও নির্মাণ। এখন বিশ্বাস হচ্ছে ভালো কিছুই হয়েছে। গানটি দেখার পর দর্শক শ্রোতাদের কিছুটা হলেও ঈদের আনন্দের সঙ্গে বাড়তিমাত্রা যোগ করবে।’
ম্যাক্স ব্যাগ নিবেদিত ‘বরবাদ’ গানটি নির্মিত হয়েছে এস এ প্রডাকশনের ব্যানারে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেই ভিডিও প্রকাশ করা হবে। ইতোমধ্যে গানটির ট্রেলার প্রকাশ হয়েছে। এতেই বেশ সাড়া পড়েছে দর্শকদের কাছে। এছাড়াও সামনে একই প্রডাকশন হাউজের ব্যানারে প্রকাশ করা হবে আরও তিনটি মিউজিক ভিডিও।
এগুলো হচ্ছে বেলাল ও ঐশীর ‘তোর ভালোবাসা’ কাজী শুভ’র ‘ও সুন্দরী’ এবং এফএ প্রিতমের ‘জালালী কইতর’।
উল্লেখ্য, পূর্বে এস এ প্রডাকশনের ব্যানারে নির্মিত বেলালের ‘যাব বাড়ি’ শিরোনামের শ্রোতাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এটি সম্পতি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনীত গানের তালিকায় স্থান পেয়েছে।
বিনোদন সংবাদ : ঘটনার পর্যায়ক্রম সাজালে দেখা যাচ্ছে, পুরো পরিস্থিতির কেন্দ্রস্থলে রয়েছে এক প্রযোজকের, থুড়ি এক প্রযোজনা সংস্থার উপস্থিতি।
হলিউড, বলিউড বা টালিউড, যে কোনও ফিল্ম ইন্ডাস্ট্রিই চলে বিভিন্ন ‘গোপন’ সমীকরণ মেনে। আর সেই সমীকরণটা যে আসলে কী, যাঁরা ইন্ডাস্ট্রির মোটামুটি খোঁজ-খবর রাখেন তাঁদের আলাদাভাবে বলে দিতে হবে না।
এই বিষয়ে ফিল্ম মহলের প্রচলিত রসিকতাও রয়েছে। কোনও নবাগত ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চাইলে তাঁর কাছে দু’টি আবশ্যক বিষয়ের মধ্যে অন্তত একটা থাকতেই হবে। কী সেই আবশ্যক দু’টি বিষয়? এক, অর্থ। দুই, ধৈর্য।
টাকার জোর থাকলে নবাগত সহজেই নিজের প্রথম ছবির প্রযোজনার অংশীদার হতে পারেন। আর তা না থাকলে, করতে হবে শিকে ছেঁড়ার অনন্ত অপেক্ষা। নবাগতাদের ক্ষেত্রে বিষয়টা অবশ্য অন্য।
সেখানে সমীকরণও আলাদা। কী সেই অঙ্ক? ‘কাস্টিং কাউচ’। নাম, খ্যাতি, যশের লোভে ‘বিশেষ’ চেয়ারে বসতে পিছপা নন কেউ কেউ। ইন্ডাস্ট্রিতে ছোট করে যাকে বলা হয় ‘কম্প্রো’। বলিউডের অনেকেই বুক ফুলিয়ে স্বীকারও করে নিয়েছেন, যে তাঁরা কখনও না কখনও ‘কম্প্রো’র প্রস্তাব পেয়েছেন। কে নেই সেই তালিকায়? রণবীর সিংহ, কঙ্গনা রানাউত, কালকি কেকলাঁ, আয়ুষ্মান খুরানা প্রমুখ। কিন্তু, এটা টালিগঞ্জ। এখানে পুরো বিষয়টা কানাঘুষোতেই সীমাবদ্ধ থাকে। কাস্টিং কাউচের প্রস্তাব পেলেও সে কথা কেউ স্বীকার করেন না।
সম্প্রতি, এক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে চারিদিকে গেল গেল রব উঠেছে। টুইট যুদ্ধ থেকে শুরু করে, লম্ফঝম্প করে ফেসবুক লাইভ কত কী-ই না হল! তিনজনই একবাক্যে জানালেন, পুরো খবরটাই নাকি ভুয়ো। অথচ, ইন্ডাস্ট্রির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত প্রত্যেকেই জানেন, ঘটনাকে কিঞ্চিৎ অতিরঞ্জিতভাবে প্রচার করা হলেও তার বেশিরভাগটাই সত্যি।
ঘটনার পর্যায়ক্রম সাজালে দেখা যাচ্ছে, পুরো পরিস্থিতির কেন্দ্রস্থলে রয়েছে এক প্রযোজকের, থুড়ি এক প্রযোজনা সংস্থার উপস্থিতি। সেই সংস্থার পরের পুজো রিলিজের নায়িকা কে হবেন, সেই নিয়েই পুরো ঘটনার সূত্রপাত।
সমস্যাটা আসলে কোথায়? ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রাজনৈতিক মহলের কড়া নির্দেশের কারণে জনৈক নায়িকাকে বয়কট করেছিলেন প্রযোজক। কিন্তু, নায়িকার প্রেমিক সেই প্রযোজনা সংস্থার পরের ছবি পরিচালনা করার দায়িত্ব পাওয়ায়, তিনি ভেবেই নিয়েছিলেন ছবির নায়িকা তিনিই হচ্ছেন! নায়িকার ইচ্ছের বিরুদ্ধে ‘ভেটো’ দিয়েছিলেন প্রযোজক। তিনি পরিচালককে কড়া ভাষায় জানিয়েও দিয়েছিলেন, প্রেমিকাকে নায়িকা বানিয়ে ছবি বানানোর পরিকল্পনা বাতিল করতে হবে।
বিন্দুমাত্র বেচাল হলে তাঁকেই ছবির পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। বদলে অন্য এক নায়িকাকে নিয়ে ছবি তৈরির পরামর্শ দিয়েছিলেন প্রযোজক। ঘটনাক্রমে, সেই নায়িকা আবার পরিচালকের ‘প্রাক্তন’। কাজপাগল পরিচালক, অনেক ভেবেচিন্তে প্রাক্তনকেই বেছে নিয়েছিলেন। কাঁচি করেছিলেন বর্তমানকে। তাতে শ্যাম এবং কুল— দুই-ই বেঁচেছিল পরিচালকের।
ঘটনাক্রম রিওয়াইন্ড করলে দেখা যাচ্ছে, প্রাক্তনও বিদেশে শ্যুটিংয়ের সময় ‘দুষ্টুমি’র হ্যাংওভার কাটিয়ে পরিচালকের জীবনে ফিরে আসতে চাইছিলেন। এবং সে কথা বিভিন্ন সময়ে পরিচিত মহলে জানিয়েওছিলেন একাধিকবার। সমস্যাটা হয়েছিল, পরিচালকের জীবনে প্রাক্তনের আগমনের কথাটা বর্তমানের কানে কিছুটা দেরিতে পৌঁছেছিল। তারপর যা হয় আর কী! খবর, ‘অভিমানী’ নায়িকা ‘আমি চললাম’ গোছের হুঙ্কার ছেড়েছিলেন প্রেমিকের উদ্দেশে।
কাজের বদলে নারীশরীর— খুব ব্যতিক্রম ছাড়া, মোটামুটিভাবে এই সমীকরণ মেনেই চলে ফিল্ম ইন্ডাস্ট্রি। তস্য কুচো টেকনিশিয়ান থেকে শুরু করে বিগ বস্, অর্থ্যাৎ প্রযোজক— সকলে এই নিয়ম মেনে চলতে অভ্যস্ত! জনৈক মডেলের সঙ্গে শহরের এক অভিজাত পাড়ার রাজপুত্রের প্রেমের গল্প সকলের জানা। টলিপাড়ার গুঞ্জন, তাঁদের সম্পর্কের অবনতির পিছনেও নাকি রয়েছে এক প্রযোজকের উপস্থিতি।
জানা যাচ্ছে, কলকাতা শহরের এক প্রযোজক নাকি রাজপুত্রকে তাঁর ছবির প্রধান চরিত্রে কাস্ট করতে রাজি হয়েছিলেন। বদলে শর্ত রেখেছিলেন, ‘ভ্যাট’ মেটাতে হবে রাজপুত্রকে। কী সেই ‘ভ্যাট’? রাজপুত্রের প্রেয়সীকে প্রযোজকের শয্যাসঙ্গী হতে হবে।
তবেই মিলবে চরিত্র! গোল বেধেছিল শর্তের কথা প্রেয়সীর কানে পৌঁছতেই।
প্রেমিকের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে ভেঙে পড়েছিলেন মডেল। সেই থেকেই দু’জনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বেশ কয়েক বছর আগেও একবার রাজপুত্রের সঙ্গে এক নায়িকার অন্তরঙ্গতার কথা জেনে ফেলেছিলেন প্রেয়সী। শোনা যায়, যুগলের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও নাকি এসে পৌঁছেছিল মডেলের কাছে। যাই হোক, দ্বিতীয়বার প্রেমিকের কাছ থেকে প্রতারণা মেনে নেননি মডেল।
রাজপুত্রের থেকে অনেকটাই দূরে সরে এসেছিলেন। প্রসঙ্গত, জনৈক প্রযোজকের ‘ভ্যাট’ নেওয়ার অভ্যাস নতুন নয়। এর আগেও এক পরিচালককে তিনি একই রকম প্রস্তাব দিয়েছিলেন। সেবার পরিস্থিতি পাঁচতারার ঘরে ঝগড়াঝাঁটি, এমনকী হাত কাটাকাটি অবধিও গড়িয়েছিল।
ইন্ডাস্ট্রির আরেক তারকা-প্রযোজক আবার কাস্টিং কাউচের বিষয়ে খুব ‘চুজি’। যে অভিনেত্রীর সঙ্গে তাঁর ‘দুষ্টুমি’ করতে ইচ্ছে করে, শুধুই তাঁকেই ছবির নায়িকা করেন!
শুধু তারকারাই কেন? এই সব সমীকরণের উপর আস্থা রাখেন ইন্ডাস্ট্রির বি-গ্রেড বা সি-গ্রেড ছবির পরিচালকেরাও। একজন তো আবার বুক ঠুকে চাউর করে বেড়ান, তাঁর ছবিতে নায়িকা থেকে পরিচারিকা, কেউ তাঁর শয্যাসঙ্গী না হয়ে কাজ পান না। বলা বাহুল্য, সেই পরিচালক আবার মহাভারতের যুধিষ্ঠিরের বড় ফ্যান!
আবার এর বিপরীত উদাহরণও রয়েছে। শহরের এক প্রযোজনা সংস্থার প্রভাবশালী মহিলার সঙ্গে ‘লিভ-ইন’ করেন, এক নায়ক। শোনা যায়, সেই মহিলার ইচ্ছেতেই নাকি সেই আপাত অভিব্যক্তিহীন নায়ককে সুপারস্টার বানাতে উঠে পড়ে লেগেছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা।
আবার টালিগঞ্জের এক প্রেমিক প্রযোজক-পরিচালকের ‘দুষ্টুমি’র চোটে নায়িকার অন্তঃসত্ত্বা হয়ে পড়ারও উদাহরণ রয়েছে। শোনা যায়, সেই নায়িকার গর্ভপাতের খরচও নাকি চুকিয়েছিলেন সেই প্রযোজকই। এমন নানা খবর সারাক্ষণই ইন্ডাস্ট্রিতে ঘুরেই চলে। ওই যে কথায় বলে না, যা রটে, তার কিছু তো ঘটে! -এবেলা